বাংলাদেশের অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ আইসিসি ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছেন। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন এই অর্জনে নাম লেখালেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ রানে চার উইকেট এবং ২৮ রানে তিন উইকেট নেয়ার পর তিন ধাপ উন্নতি হয়েছে মিরাজের।
এর আগে ২০০৯ সালে সাকিব আল হাসান প্রথমবারের মতো এক নম্বরে ওঠেন। পরের বছর আব্দুর রাজ্জাক শীর্ষ দুইয়ে প্রবেশ করেন।র্যাঙ্কিংয়ে মোস্তাফিজুর রহমানেরও উন্নতি হয়েছে। আট ধাপ এগিয়ে ৯ নম্বরে তিনি।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। দুই নম্বরে থাকা মিরাজের নামের পাশে রয়েছে ৭২৫ রেটিং পয়েন্ট। তার পেছনে রয়েছেন মুজিব উর রহমান, তার ৭০৮ পয়েন্ট।
সিরিজের প্রথম ম্যাচে ৮৪ ও পরেরটিতে ১২৫ রানের ইনিংস খেলার পর চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ১৪ নম্বর স্থানে উঠে গেছেন মুশফিকুর রহিম। তার নামের পাশে রয়েছে ৭৩৯ রেটিং পয়েন্ট।
তামিম ইকবাল ২৪, সাকিব আল হাসান ২৯, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৮ নম্বরে।
ঢাকা চীফ ব্যুরো, ২৬,মে, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur