চাঁদপুরে ৮ এপ্রিল থেকে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা কার্যক্রম শুরু হয়েছে। ২৫ মে পর্যন্ত চাঁদপুরে দ্বিতীয় ডোজ নিলেন ৪৬,০৫৯ জন। শুরু থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেন ৬০,৩৪৩ জন । যার কার্যক্রম সরকারি নির্দেশে খন সাময়িকভাবে বন্ধ রয়েছে ।
চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি থেকে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৭৭.০৫৮ জন। প্রথম টিকা গ্রহণের দিন থেকে ৬০ দিনের মাথায় দ্বিতীয় টিকার ডোজ গ্রহণ করতে পারবে বলে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে ।
চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ২৫ মে পর্যন্ত প্রাপ্ত এ তথ্য জানা গেছে । রেজিস্ট্রেশনকৃত ২য ডোজ প্রদান কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
দেশে ৯৯ লাখ টিকা দেয়া শেষ
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত টিকা দেয়া হয়েছে ৯৯ লাখ ৪ হাজার ৩১ ডোজ। এর পুরোটাই দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকা।
এখনও পর্যন্ত দেশে কোভিশিল্ড টিকা এসেছে এক কোটি দু’লাখ ডোজ। সেই অনুযায়ী কোভিশিল্ডের অবশিষ্ট মজুত আছে আর মাত্র দু’লাখ ৯৫ হাজার ৯৬৯ ডোজ।
মঙ্গলবার ২৫ মে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়,এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার একজন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ লাখ ৮৪ হাজার ৩০ জন। এর মধ্যে মঙ্গলবার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৫৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ গ্রহীতা ৫৮ লাখ ২০ হাজার একজনের মধ্যে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেয়া নিয়ে তৈরি হয়েছে সংকট।এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দু’কোম্পানির দু’ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।
উল্লেখ্য,দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে টিকার জন্য নিবন্ধন বন্ধ করে দেয়া হয়। (সংগৃহীত )
আবদুল গনি , ২৬ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur