কথাটি শুনে হয়তো আপনারা অবাক হবেন কিন্তু এটাই সত্যি, জি বলছি সান একাডেমী কথা। যা ইউটিউব ভিত্তিক একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা-শিক্ষক মোঃ নাজমুল ইসলাম সোহাগ। চাঁদপুরের হাইমচর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। গ্রামে থেকেও যে ভালো কিছু করা যায়, মোঃ নাজমুল ইসলাম তার অদম্য ইচ্ছা আর চেষ্টা দিয়ে তা প্রমাণ করেছেন। তার প্রতিষ্ঠান সান একাডেমীর একমাত্র তিনি নিজেই।
সারা প্রথিবীর প্রায় ৬০ টি দেশ থেকে কিছু ভিন্ন ভাষী মানুষসহ আড়াই লাখ বাংলা ভাষাভাষী নারী–পুরুষ এ প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার তথা শিক্ষার্থী। রওয়ওছ ওদশীয় স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীও । এ বিপুল সংখ্যক শিক্ষার্থীর বেশীরভাগই শিক্ষা বঞ্চিত, জড়ে পরা বা একেবারেই নিরক্ষর জনগোষ্ঠির একাংশ।
যারা সান একাডেমীর আন্তরিক সহযোগিতায় একেবারেই বিনামূল্যে বাংলা, ইংরেজি, গনিত বিষয়ের মৌলিক শিক্ষাটুকু গ্রহন করে নিজেদের অন্ধ চোখে আলো ফুটেছে বলে মনে করে। প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের কৃতজ্ঞতা, সন্তুষ্টি এবং গভীর ভালোবাসা তাদের লিখিত কমেন্টসে স্পষ্ট প্রতিয়মান।
পৃথিবীর নানান প্রান্ত থেকে এই শিক্ষার্থীরা ইউটিউবে ক্লাস দেখেন এবং তার পঠিত বিষয় ও লেখা সমূহ বিশেষ অ্যাপ এর মাধ্যমে স্যারের সাথে শেয়ার করেন এবং স্যার তা মূল্যায়নও করেন।
প্রতিষ্ঠিানের নির্বাহী পরিচালক মোঃ নাজমুল ইসলাম সোহাগ চাঁদপুর টাইমসকে জানান, বাংলাধেশের প্রায় ৩০% মানুষ এখনো নিরক্ষর। যার তাদের নামটাও লিখতে জানে না। দেশে এবং বিদেশে তারা চলতে গিয়ে মানুষের সামনে লজ্জিত হয়। নিজ অধিকার থেকে বঞ্চিত হয়। এই সমস্ত শিক্ষা বঞ্চিত, পিছিয়ে পরা জনগোষ্ঠিকে মূর্খতার অভিশাপ থেকে মুক্ত করাই আমার প্রধান উদ্দেশ্য।
যতটুকু জানা গেল, একটি অনলাইন স্কুল পরিচালনার জন্য যে মানের স্টুডিও এবং সাজ সরঞ্জাম দরকার তার কিছুই নেই সান একডেমীর। তবুও অদ্যমকে দমায় কে?
যা আছে তা দিয়েই আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাজমুল ইসলাম সোহাগ। তিনি স্বপ্ন দেখেন তার প্রতিষ্ঠানও নিকট ভবিষ্যতে বাংলাদেশের প্রথম সারির অনলাইন প্রতিষ্ঠানের কাতারে জায়গা করে নিবে।
আমরাও আশাবাদী, এই প্রতিষ্ঠানটি যদি সরকারের সুনজর ও পৃষ্ঠপোষকতা পায় আরও বহুদূও এগিয়ে যাবে। নিরক্ষরতা দূরীকরণে অগ্রনী ভূমিকা পালন করে দেশের সার্বিক শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ন অবদান রাখবে।
ইউটিউব সান একাডেমীটি-www.Youtube.com/SunAcademy
প্রতিবেদক:মো.ইসমাঈল,২৫ মে ২০২১<
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur