কচুয়ায় গরু চোর চক্রের দুই সদস্যকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ মে মঙ্গলবার সকালে উপজেলার উজানী গ্রাম থেকে দু’জনকে গ্রেপ্তারসহ ৪টি চোরা গরু উদ্ধার করা হয়।
জানা গেছে, কচুয়া উপজেলার খিড্ডা গ্রামের অধিবাসী কৃষক মো.আবুল হোসেনের ঘোয়াল ঘর থেকে গত সোমবার রাতে ৪টি গরু চুরি হয়।
পরে স্থানীয় লোকজনের সহযোগীতা পাশ্ববর্তী উজানী গ্রামের চোর চক্রের সদস্য আবুল কালাম (৬০) এর ঘোয়াল ঘরে গরুর সন্ধান পেয়ে গরুর মালিক আবুল হোসেন কচুয়া থানার পুলিশকে খবর দেয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে এস.আই মো.জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চোর চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও তার ছেলে ওচমান গনি (২৮) কে আটক করে এবং চুরি হওয়া গরু গুলো উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur