কুমিল্লার মুরাদনগরে এক হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আমিন নগর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে খবির হোসেন (৩৫), ব্রাহ্মণ চাপিতলা গ্রামের জহুর মিয়ার ছেলে ওয়ারিশ সরকার (৩২), কৈয়া পাথর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬), শাহগদা গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে নিয়াজ মোহাম্মদ শরিফ ওরফে ফরহাদ (৪৫) এবং ব্রাহ্মবাড়িয়ার নবীনগরের শাহপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. ফখর উদ্দিন (২২)। পুলিশ জানায় আটক খবির হোসেন এর বিরুদ্ধে অন্ততঃ ৮টি মামলা রয়েছে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রামচন্দ্রপুরের আমিন নগরে অভিযান চালায়।
এসময় এক হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এরা দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো।
এদের বিরুদ্ধে বাংগরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার (২২ মে) দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানানা বাংগরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল, ২২ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur