করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন।
২২ মে, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৪১ শতাংশ।
এই সময়ে ৩৮ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জন।গত একদিনে আরও ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।
ঢাকা চীফ ব্যুরো, ২২ মে ,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur