বজ্রপাতে ছয় জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে নেত্রকোনায় পাঁচজন, কিশোরগঞ্জে দু’জন, সুনামগঞ্জে একজন, ফরিদপুরে চারজন, মানিকগঞ্জে দু’জন ও কুমিল্লায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৮ মে মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৬টা পর্যন্ত হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এ হতাহতের ঘটনা ঘটে।
নেত্রকোনা: বজ্রপাতে নেত্রকোনায় তিন উপজেলায় দুই কিশোরসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খালিয়াজুরীতে একজন, কেন্দুয়ায় দু’জন ও মদন উপজেলায় দু’জন। এছাড়া আহত হয়েছেন আটজন। বেশ কিছু গবাদিও পশু মারা গেছে।
নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫), একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২) এবং মদন উপজেলার হাফেজ আতাউর (২০) ও হাফেজ শরিফ (১৮) ও খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক ওসেফ মিয়া (৬৫)। আর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) কাজী আবদুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দাফনের জন্য দেওয়া হবে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিকলী ও বাজিতপুর উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নিকলীর গুরুই ইউনিয়নের বিয়াতিরচর গ্রামের আরিফুল ইসলাম (১৭) ও বাজিতপুরের (৬০)।
স্থানীয়রা জানান, বিকালে বিয়াতিরচর হাওর থেকে গরু আনতে যায় আরিফুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আরিফুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, বিকেলে বাজিতপুরের দিঘীরপাড়ে বজ্রপাতে শিশু সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৩৫) নামে এক যুবক নিহত। বিকেলে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বিকেলে বাজার করার জন্য দোয়ারাবাজার সদরে আসেন তাহের। এ সময় হঠাৎ ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হলে দৌড়ে তিনি পাশেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতর আশ্রয় নিতে গেলে পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুর: বজ্রপাতে ফরিদপুরে নারীসহ চারজন নিহত হয়েছেন। বিকেলে ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামে, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামের আনোয়ারা বেগম (৪৫), একই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের গোপাল মোল্লার ছেলে কবির মোল্লা (৪৮), জেলা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) ও জেলার মধুখালী উপজেলার চাঁদপুর এলাকার কবির শেখ (৪০)।
মানিকগঞ্জ: বজ্রাঘাতে মানিকগঞ্জে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদর উপজেলার পৌলি এলাকা ও গিলন্ড গ্রামে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত দু’জন হলেন- পৌলি এলাকার আজমত আলী (৫০) ও গিলন্ড গ্রামের আসিফ (১৬)। এদের মধ্যে আজমতের বাড়ি জেলার ঘিওর উপজেলায়।
পৌর সভার স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কবীর হোসেন বাংলানিউজকে বলেন, নিহত আজমত আলী পৌলি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করছিলেন। বিকেল ক্ষেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
অন্যদিকে, গিলন্ড গ্রামের আসিফ ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আসিফের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে আব্দুল মোমেন (৩২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুল জেলার চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চান্দেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার বাংলানিউজকে জানান, আকাশে মেঘ দেখে গরু আনার জন্য বাড়ির পাশের জমিতে যান মোমেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বার্তা কক্ষ,১৮ মে ২০২১