ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনদের ভূখন্ড ফিরিয়ে দেয়ার দাবিতে চাঁদপুরের কচুয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
১৭ মে সোমবার বিকালে কচুয়া পৌর ভবনের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কচুয়া শাখা ও সামাজিক যুব সংগঠন আশোর মশালের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ করা হয়।
কচুয়া উপজেলা বাসদের আহ্বায়ক জয়দেব কর্মকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বাসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড শাহজাহান তালুকদার, সদস্য কমরেড হারুনুর রশিদ, কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন অন্তর,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন,ডা. জাকির হোসেন,আলোর মশালের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি,সভাপতি ওমর ফারুক সায়েম,সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সাকিব প্রমুখ।
মানববন্ধনে কচুয়া বাজারের ব্যবসায়ী,সামাজিক সংগঠন সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur