Home / জাতীয় / করোনায় আরও ২৫ জনের মৃত্যু
corona
করোনা টেস্ট

করোনায় আরও ২৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি এই মহামারিতে প্রাণহানি বেড়ে ১২ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন।

শনিবারের তুলনায় আজ নতুন রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গতকাল রোগী শনাক্ত হন ২৬১ জন। মারা যান ২২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭ হাজার ৭১৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৮ জন। আর নারী ৭ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

ঢাকা ব্যুরো চীফ