চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক : আপডেট: ১০:৪৫ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০১৫, শনিবার
চাঁদপুর-চট্টগ্রাম ঈদ স্পেশাল-১ ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর-লাকসাম রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী কান্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
চিতোষী স্টেশন মাস্টার তপন কুমার মিত্র জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ১০টি বগি নিয়ে ঈদ স্পেশাল ট্রেন-১ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বিকেল ৪টায় লাকসাম ছেড়ে চিতোষী কান্দিরপাড়ে এলে দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার সময় আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর-লাকসাম রেলপথের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী (এসএসএই/পথ) লিয়াকত আলী মজুমদার জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি