কচুয়া উপজেলার সাচার-মধুপুর নায়েরগাঁও খালে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি ও ভরাটের অভিযোগে সাচার গ্রামের মনু মিয়ার ছেলে আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ মে মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ওই ব্যবসায়ীকে জরিমানা ও ড্রেজার বন্ধ করে দেন।
এদিকে সাচার এলাকায় অবৈধভাবে বালু ব্যবসায়ীদের উৎপাত বন্ধ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং অপর অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ব্যবসায়ীদের দ্রুত উৎপাত বন্ধ করতে জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur