আগামি ১২ মে চীন থেকে সিনোফার্মের ৫ লাখ টিকার একটি চালান বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন,বাংলাদেশ-ডিকাব আয়োজিত ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন,‘ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় করতে বাংলাদেশকে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। এ টিকা আগামি ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।’
তিনি আরও বলেন,‘ চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়,সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।’
ঢাকা ব্যুরো চীফ , ১১ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur