অক্সিজেনের অভাবে ভারতের একটি হাসপাতালে আরও ১১ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ১০ মে সোমবার অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অক্সিজেনের সিলিন্ডার ভরতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। তার জেরে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
চিত্তুরের জেলাশাসক এম হরি নারায়ণ জানিয়েছেন, ‘সরকারি রুইয়া হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার ভরতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। কিছুক্ষণের জন্য কমে গিয়েছিল অক্সিজেনের চাপ। তার ফলে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে আবারও অক্সিজেনের জোগান শুরু হয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক আছে। সেই কারণে আরও প্রাণহানি এড়ানো গেছে।’
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২১-২২ হাজারের ঘরে ঘোরাফেরা করছে। রোজ ১০০-র কাছাকাছি প্রাণহানির পাশাপাশি রাজ্যটিতে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur