কচুয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ও মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদানে’র উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ মাওলানা এ.কে.এম রুহুল আমিন রুশদি।
বিশেষ অতিথির মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, শিক্ষানবিশ আইনজীবি মো. জাহাঙ্গীর আলম ও বশির উল্লাহ প্রমুখ।
এসময় শামসুল হক পাটোয়ারী, মাওলানা ওমর ফারুক, আব্দুল জলিল ফরাজী, ব্যবসায়ী নুরুল ইসলাম ফরাজী, বিল্লাল হোসেন পাটোয়ারী, কবির হোসেন পাটোয়ারী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক সালাউদ্দিন কাদের, ক্রীড়া সম্পাদক তৌহিদ সজিব ও আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আবু রায়হান, কার্যনির্বাহী সদস্য পাটোয়ারী, সাদ্দাম পাটোয়ারী, সদস্য মাসুম বিল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা, দেশ জাতির মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur