চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৭) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ৯ মে রোববার বেলা সাড়ে ১২ টায় চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ মস্তান বাড়িতে বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বাড়ির জাকির হোসেন রঞ্জু মস্তানের ছেলে।
নিহত শিশুর সহপাঠী নিশান ও ইব্রাহিম জানান, রোববার বেলা ১২ টার দিকে তারা ওই বাড়িতে থাকা একটি পুকুরে সবাই মিলে গোসল করছিল। গোসলের সময় ওমর ফারুক একটি প্লাস্টিকের খালি তেলের গ্যালন (ঢোক) নিয়ে সাঁতার কাটছিলো। সাঁতারের সময় হঠাৎ তার হাত থেকে ওই ওই প্লাস্টিকের গ্যালনটি ছুটে গেলে সে সাঁতার না জানার কারণে ওই পুকুরের পানিতে ডুবে যায়।
এদিকে তার সহপাঠীরা বিষয়টি শিশুর স্বজনদেরকে জানালে তারা তাৎক্ষণিক দৌড়ে গিয়ে ওমরকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির এমন করুণ মৃত্যুতে তার এলাকার মাস্তান বাড়িতে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,৯ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur