শাহরাস্তি উপজেলা প্রশাসনের কল সেন্টার ও জাতীয় হেল্পলাইন হতে প্রাপ্ত প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান হয়েছে। ৭ মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়
করোনা ভাইরাস মহামারীর কারনে সৃষ্ঠ চলমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় হেল্পলাইন নাম্বার ৩৩৩ এবং শাহরাস্তি উপজেলা কলসেন্টার হতে প্রাপ্ত খাদ্য সহায়তার আবেদনের ভিত্তিতে ৩৬ জন কর্মহীন মানুষ,অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শাহরাস্তি উপজেলা প্রশাসনের কল সেন্টার ও জাতীয় হেল্পলাইন ৩৩৩ হতে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতি জনকে – চাল ১০ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সেমাই ২ প্যাকেট, গুঁড়ো দুধ ১ প্যাকেট দেওয়া হয়েছে।(প্রতি ব্যাগ )
আপনার নাগরিক যেকোন অভিযোগ ও খাদ্য সহায়তা জন্য যোগাযোগ করুনঃ জাতীয় কল সেন্টার: ৩৩৩,উপজেলা কল সেন্টার , শাহরাস্তিঃ ০১৭১৯-৪৪৪৪৪৪ ( 01719-444444)
প্রতিবেদক:মো.জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur