আসছে ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনাা খান মজলিশ।
সভায় ঈদ জামাত, ঈদের দিন, ঈদের আগে পরের কয়েকটা দিন যানচলাচল সম্পর্কিত, জেলায় ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা বিষয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এতে অংশ নেন নৌ পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, ডিডি এনএসআই শেখ আরমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
সভার সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ( উপসচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
প্রতিবেদক:আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur