বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা অনুদান পেয়েছেন চাঁদপুরের ২জন অসুস্থ সাংবাদিক। তারা হলেন দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষ্মন চন্দ্র সূত্রধর এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফটোগ্রাফার আবদুস সোবহান রানা।
বুধবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, উল্লেখিত দুই সাংবাদিক তাদের অসুস্থতাজনিত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করেন। এর প্রেক্ষিতে তাদের অনুদান প্রদন করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur