পবিত্র মাহে রমজানের ২২ তম দিনে করোনায় সাময়িক বিপর্যস্ত ছিন্নমূল মানুষের মাঝে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহদী হাছান রাব্বি’র পক্ষ থেকে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৫ মে বুধবার বিকালে হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল রেল স্টেশন, ধেররা বিলওয়াই, হাজীগঞ্জ বাজার ও রেল স্টেশন, টোরাগড়, আলীগঞ্জ ও এনায়েতপুরে রিক্সাচালক, ভ্যান চালক, পথে ঘুরে মানুষিক ভারসাম্যহীন ছিন্নমূল সাধারণ মানুষের মাঝে উক্ত খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি করোনা মহামারীতে শুরু থেকে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পরামর্শে জনসাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, পিপিসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করে ব্যাপক নেতৃত্ব সৃষ্টি করেছেন।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ কালে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা অরবিন আহমেদ সাগরসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৫ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur