Home / চাঁদপুর / চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় বেকারিকে জরিমানা
সেমাই

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় বেকারিকে জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খাদ্যের গুনগত মান বজায় না রাখায় শহরের পুরানবাজার আলম ববেকারীকে ২ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৪ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ আর এম জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২ মামলায় আলম বেকারিকে ১ মামলায় ২হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ৩ হাজার টাকা করে মোট ৫হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও তিনি মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নজনকে ৬শ’ টাকা জরিমানা করেন।

অভিযানে চাঁদপুর মডেল থানা ও পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা সার্বিক সহযােগিতা করেন।

স্টাফ করেসপন্ডেট