সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন ও এতিমখানা মাদ্রাসায় দোয়া
মাদ্রাসায় দোয়া

কচুয়ায় হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন ও এতিমখানা মাদ্রাসায় দোয়া

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

৩ মে সোমবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে কচুয়ার পরানপুর গ্রামের কৃতি সন্তান, চান্দিনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান পাটওয়ারীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতার উদ্দিন প্রধান।

এসময় ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,কচুয়া থানার সেকেন্ড অফিসার মো: তাজুল ইসলাম, আমির হোসেন মাষ্টার,মতলব দক্ষিন মাষ্টার বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান পাটওয়ারী,হাজীগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন পাটওয়ারী,বিশিষ্ট ব্রিকফিল্ড ব্যবসায়ী মনির হোসেন প্রধানীয়া,বিশিষ্ট সমাজসেবক খোকন প্রধানীয়া,আওয়ামী লীগ নেতা আবু তাহের,মমতাজ উদ্দিন,ইউপি সদস্য জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে এবং অনুষ্ঠানের আয়োজকের বাবা, মায়ের রুহের মাগফেরাত কামনায় ও আত্মীয় স্বজনের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ কাউছারুল আলম।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু