আগামি ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
৩ মে সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
করোনার টিকা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।’
শপিং মল ও দোকানপাট খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেওয়া হবে, জরিমানা করা হবে। তিনি বলেন, ‘আন্তজেলা পরিবহন বন্ধ থাকবে। তবে জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
লকডাউন চলাকালে আন্তজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সীমান্ত বন্ধ রাখা প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
ঢাকা চীফ ব্যুরো, ০৩ মে, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur