চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়। তার নাম অজুফা খাতুন (১০০)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকায়।
২ মে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তির সাড়ে ১১ ঘন্টা পররোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতে রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গত দু’দিনে চাঁদপুর সদর হাসপাতালে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩জন মারা গেছেন। চাঁদপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১১৭জন মারা গেছেন।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur