চাঁদপুরের আট উপজেলায় র্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাব স্থাপন করা হচ্ছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করা যাবে এবং ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী সপ্তাহে ঢাকা থেকে একটি টিম এসে আমাদের ট্রেনিং দিয়ে যাবে। তারপরই আমরা র্যাপিড এন্টিজেন টেস্ট চালু করবো। ঈদের আগে না হলেও ঈদের পরপরই এটি চালু হবে।
সিভিল সার্জন জানান, এর জন্য আলাদা কোনও ইকুইপমেন্ট দরকার হবে না। একটি কিট আছে, তার মাধ্যমেই আধাঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
জেলায় করোনা সংক্রমণ সম্পর্কে সিভিল সার্জন বলেন, গত একমাসে চাঁদপুর চার হাজার ৫শ’ টেস্টের মধ্যে এক হাজার ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। চলতি এপ্রিল মাসেই ২২ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে মৃত্যুর হার যেখানে প্রায় ১ দশমিক ৫, সেখানে চাঁদপুরে ২ দশমিক ৫ হয়ে গেছে। এটি ভয়ানক আশঙ্কা তৈরি করছে। করোনামুক্ত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিন বেডের আইসিইউ ইউনিট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হচ্ছে। যা দিয়ে পুরো হাসপাতালটি অক্সিজেনের আওতায় আসবে। অর্থাৎ সবগুলো বেডেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবহার করতে পারবে। আর এই কাজটি ঈদের আগেই সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur