Home / সারাদেশ / কুমিল্লা মুক্তিযুদ্ধ কর্নারে হতদরিদ্রের ইফতার বিতরণ
ইফতার

কুমিল্লা মুক্তিযুদ্ধ কর্নারে হতদরিদ্রের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন এডভোকেট আনিসুর রহমান মিঠু। ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বীরচন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্নারে হতদরিদ্র প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজানের শুরু থেকে করোনাকালীন সময়ে অস্বচ্ছল দরিদ্র মানুষের মাঝে নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন পথিকৃৎ সমাজ কল্যাণ সংস্থা । নিয়মিত এই কার্যক্রমে অংশ নেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট আনিসুর রহমান মিঠু, পথিকৃৎ সমাজ কল্যাণ সংস্থার ইফতার বিতরণ কার্যক্রম এর সমন্বয়ক বাম রাম রাজনীতিক কুমিল্লা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদার, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লা শাখার সভাপতি তৌহিদূর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

পথিকৃৎ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডাক্তার আতাউর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল হক স্বপন এর নেতৃত্বে পবিত্র রমজান মাসের শুরু থেকে ধারাবাহিক ভাবে প্রতিদিনই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে কুমিল্লা টাউনহল মাঠ থেকে।

পাশে আছি শিরোনামে ছিন্নমূল মানুষদেরকে ইফতার বিতরণে সহায়তা করছে বিভিন্ন স্বচ্ছল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল