ফরিদগঞ্জে অবৈধ ভাবে ফসলি জমি নষ্ট করে ড্রেজিং ব্যবহার করে মাটি উত্তোলন করায় একদিনে চারটি অবৈধ ড্রেজিং ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার ও এসআই বরকত সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌর এলাকার চরবসন্ত ব্রিক ফিল্ড সংলগ্ন গুদারারচর এলাকায় ফসলী জমির উপর থেকে অবৈধ দুইটি ড্রেজিং এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় একটি ও হরিনা বাজার এলাকার হাসাঁ গ্রামে একটি অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজিং কাজে ব্যবহৃত মোট চারটি ড্রেজার ও পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন… চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে অবৈধ ড্রেজিং ধ্বংস
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার জানান, অভিযান কালে ড্রেজিং এর কাজে জড়িত কাউকেই পাওয়া যায় নি।
তিনি আরো বলেন, অবৈধ ড্রেইজারের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিবেদক:শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur