Home / তথ্য প্রযুক্তি / গত ৩ মাসে গুগলের আয় ১৬২ শতাংশ বেড়েছে
গুগলের

গত ৩ মাসে গুগলের আয় ১৬২ শতাংশ বেড়েছে

মহামারীর এই সময়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান আলফাবেটের আয় রীতিমতো আকাশচুম্বি।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ পর্যন্ত তিন মাসে আয় ১৬২ শতাংশ বেড়ে রেকর্ড ১৭.৯ বিলিয়ন ডলার হয়েছে।আলফাবেট এবং গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, ‘গত বছর মানুষ গুগল সার্চে বেশি ঝুঁকেছেন। এই সময়ে অনেক অনলাইন সেবা তথ্যবহুল থাকতে চেয়েছে।’

এই মুহূর্তে বাংলাদেশে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও বিশ্বের অধিকাংশ বড় দেশ স্বাভাবিক জীবনে ফেরার পথে রয়েছে। বিশ্লেষকদের আশা, সামনের কয়েক মাসে অর্থনীতি কিছুটা ভালোর দিকে যেতে পারে।

প্রথম প্রান্তিকে গুগলের সার্চ ব্যবসা ৩০ শতাংশ লাফিয়ে ৩১. ৯ বিলিয়ন ডলার হয়েছে। ইউটিউবের সেল ৪৯ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন ডলার হয়েছে।

গুগলের স্টার্টআপ ঘরানার ব্যবসা সব সময়ই চমকপ্রদ থাকার চেষ্টা করে। মহামারীর মতো কঠিন সময়েও তারা সেই চেষ্টায় সফল। শুধু তাদের চিন্তা একটু বেড়েছে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার কারণে।

ব্যবহারকারীদের তথ্যের অপব্যহার সংক্রান্ত পুরোনো অভিযোগগুলো এখনো গুগলকে সমস্যায় ফেলছে বিভিন্ন দেশে।
ঢাকা চীফ ব্যুরো, ২৮ এপ্রিল,২০২১;