চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদি গ্রামের মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার রুপা সম্প্রতি ২০২০-২১ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু মেডিকেলে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পরে।
সুমাইয়ার আবেদনপত্রের মাধ্যমে সাহায্য প্রার্থনা করায় বিষয়টি নজরে পড়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের।
২৫ এপ্রিল রোববার জেলা প্রশাসক তার কার্যালয়ে সুমাইয়াকে ঢেকে এসে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এখন সুমাইয়া আক্তার রুপা মেডিকেলে ভর্তি হওয়া ও পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। পূরণ হচ্ছে তার স্বপ্ন।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক জেলা প্রশাসকও প্রবাসী ও দেশের লোকজনের সহযোগিতা নিয়ে বেশ কয়েকজন মেধাবীর শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার ব্যয়ভার গ্রহণ করেছিলেন। এদের মধ্যে অনেকেই এখন শিক্ষা জীবন সমাপ্তের দিকে। তবে ওইসব শিক্ষার্থীদের সাথে শর্তছিলো তারাও প্রতিষ্ঠিত হয়ে যেন মেধাবীদের দায়িত্ব গ্রহণ করেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৫ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur