Home / সারাদেশ / ছিনতাইকারীর ছুরিকাঘাতে কক্সবাজারে ট্যুরিস্ট পুুলিশ নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে কক্সবাজারে ট্যুরিস্ট পুুলিশ নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কক্সবাজারে ট্যুরিস্ট পুুলিশ নিহত

স. ম. ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার ।  আপডেট : ০৫:০৯ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন (৩০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় সৈকতের লাবণী পয়েন্টে লাবণী পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ পারভেজ হোসেন কুমিল্লা জেলার বাসিন্দা। খুনের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার আবুল কালামের পুত্র আবু তাহের (২৮) ও শাহ আলমের পুত্র আবদুল মালেক (২৪)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি জহিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট মোড়ে ৪/৫ জন ছিনতাইকারী কয়েকজন পর্যটকদের গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পর্যটকদের মালামাল নিয়ে পালানোর সময় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা কনস্টেবল পারভেজকে পেছন দিকে দিয়ে ছুরিকাঘাত করে। পরে ছিনতাইকারীরা পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় দু’জন ছিনতাইকারীকে আটক করা হলেও অন্যরা পালিয়ে গেছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি