কুমিল্লায় দুই টন মাদক উদ্ধারের মাইল ফলক অর্জন নিয়ে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ‘একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে বেশ সফলতা অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।
ইতোমধ্যে দুই টন মাদক উদ্ধারের মাইলফলক অর্জন করেছে তারা। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করা হয়।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, ওই সময়ের মধ্যে ২ হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশীয় মদ, ১৬২ বোতল হুইস্কি, বিয়ার ৪৮ বোতল, বিদেশি মদ ৯৬ বোতল, ইস্কাপ সিরাপ ১ হাজার ৩ বোতল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত মাদকের বাজার মূল্য ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯শ’ টাকা।
এক প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভারত-বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্তবর্তী জেলা কুমিল্লা। এ কারণে সীমান্ত ডিঙ্গিয়ে চলে আসে মাদক। তবে আমরা মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছি। মাদকে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকারসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
কুমিল্লা প্রতিনিধি,২২ এপ্রিল ২০২১