Home / সারাদেশ / ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফেন্সিডিল

ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ১৬৯ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল। ১৯ এপ্রিল সোমবার জেলার সদর দক্ষিণ মডেল থানাধীনকোর্ট বাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০ এপ্রিল মঙ্গলবার র‌্যাব থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী ভোলা জেলার বোরহান উদ্দীন থানার উত্তর টকবীগ্রামের মৃত রফিকের ছেলে মোঃ জাবেদ আলী (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক র‌্যাবকে জানায় সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ছাড়া একাধিক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার যুবকের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : কুমিল্লার র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট, ২০ এপ্রিল ২০২১