চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,আইডিউবি’র সহ-সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল সোমবার নলুয়া গ্রামে হাজী ইদ্রিস মুন্সী শিশুসদন ও হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) মো. শাহজাহান শিশির।
ইঞ্জি. একেএম আব্দুল মোতালেবের সার্বিক আয়োজনে এসময় কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল,কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া,আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক,আবু তাহের,আলী আকবর সেঠ,শিক্ষক আমির হোসেন,যুবলীগ নেতা গোলাম মোস্তফা,ছাত্রলীগ নেতা সুমন মিয়াজী,ইঞ্জি. আতিকুর রহমান,মোহাম্মদ হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন বিকালে ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব ও তাঁর পরিবারের উদ্যোগে এলাকার তিন গ্রামের শতাধিক গরীব,অসহায় পরিবারের মাঝে চাউল,ডাল,তৈল,আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে তিনি বলেন, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব।
পরে মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতারে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সুস্বাস্থ্য কামনা করে দোয়া,তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ কাউছারুল আলম।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২০ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur