কচুয়ায় নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর শিশু মো. হাসান নামের দুই বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে যুুগিচাপর মুন্সী বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১৮ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে শিশু হাসান নিখোঁজ হয়। দিনভর খোজাখুজি করে না পেয়ে তার বাবা মো. শাহিন মুন্সী ওই দিন রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেন।
পরের দিন ভোরে শিশুর লাশ পুকুরে দেখতে পেয়ে স্থানীয় লোকজন। তার পরিবারের কোনো ধরনের অভাব অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে শিশু হাসানের লাশ যুগিচাপড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু হাসানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৯ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur