Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জের ভিজিডির চাল বিতরণ অব্যাহত 
ভিজিডির চাল
চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় সবক’টি ইউনিয়নে প্রায় ১৫০০ কার্ডধারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ

হাজীগঞ্জের ভিজিডির চাল বিতরণ অব্যাহত 

চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় সবক’টি ইউনিয়নে প্রায় ১৫০০ কার্ডধারীদের মাঝে ভিজিডির  ৩০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে।

১৯ এপ্রিল সোমবার হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের ১০৮ জন ভিজিডির কার্ডধারীর মাঝে ৩০ কেজি বস্তার চাল বিতরণ করা হয়।একই দিন উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের ১৩৮ জন হতদরিদ্র কার্ডধারীর মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও, ২নং বাকিলা, ৩নং ও ৪ নং কালঁচো,  ৫নং সদর, ৬নং বড়কূল পূর্ব, ৯নং ও ১০ গন্ধর্ব্যপুর উত্তর দক্ষিন, ১১নং হাটিলা এবং ১২ নং দ্বাদশগ্রাম গ্রাম ইউনিয়নে ইতিপূর্বে প্রায় ১৫ শ ভিজিডির কার্ডধারীর মাঝে ৩০ কেজি ওজনের চালের বস্তা বিতরণ করা হয়েছে।

তবে দুই একটি ইউনিয়ন চাল উত্তলন করলেও বিতরণ চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে।

এবার চলমান লকডাউনের ফলে ঈদের পূর্বে সরকার ভিজিডির কার্ডধারীদের মাঝে ৩০ কেজি ওজনের চাল বিতরণ অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বড়কূল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী বলেন, এবারের ভিজিডির ৩০ কেজি বস্তায় সঠিক ওজনে কার্ডধারীরা চাল পেয়েছে। আমরা ঈদের পূর্বেই চাল উত্তলন করে তা বিতরণ করে দিয়েছি চলমান লকডাউন এর কারনে। সামনে নতুন করে ত্রাণের চাল বিতরণ হবে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন,  ইতিমধ্যে সকল চেয়ারম্যান ভিজিডির চাল উত্তোলন করে বিতরণ প্রায় শেষ করেছে। করোনা মহামারিতে সরকার এদের পাশাপাশি হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরনে উদ্যোগ গ্রহন করছে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৯ এপ্রিল ২০২১