করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ সদস্য। তারা হলেন— কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মোগিনি ও নিলুফার ইয়াসমিন।
তাদের মধ্যে হালকা উপসর্গ দেখা দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডরমিটরিতে চিকিৎসাধীন রয়েছেন এই পাঁচ ফুটবলার।
নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বিষয়টি নিশ্চিত করে জানান, উপসর্গ দেখা দিলেও আক্রান্ত ফুটবলারদের শারীরিক অবস্থা স্থিতিশীল। আশঙ্কার কিছু নেই এখনও। বাফুফের ক্যাম্পেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। মেয়েদের সবার কোভিড পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, সর্বাত্মক লকডাউনের কারণে গত ৫ এপ্রিল মেয়েদের চলমান লিগ স্থগিত হয়ে যায় । ফলে বসুন্ধরা কিংসের হয়ে খেলা জাতীয় দলের ২১ ফুটবলার বাফুফের ক্যাম্পে চলে আসেন। বাফুফেতে আসার পর করোনার নিয়মমাফিক পরীক্ষার পর কৃষ্ণাদের করোনা ধরা পড়ে।
ঢাকা চীফ ব্যুরো, ১৯ এপ্রিল,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur