Wednesday, 22 July, 2015 08:01:22 PM
চাঁদপুর টাইমস, ঝালকাঠি:
রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামের তিল্লারবাড়ির একটি টিলা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, বেশকিছু দিন আগে কাউকে হত্যা করে টিলায় নিয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছিল লাশ।
বুধবার দুপুরে স্থানীয়রা মাটি খুড়ে কঙ্কালের সন্ধান পেলে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মানুষের মাথার খুলিসহ বেশ কিছু হাড়-গোড় উদ্ধার করে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় এক ব্যক্তি তিল্লারবাড়ির টিলায় মাটি খুঁড়তে গিয়ে কঙ্কালের সন্ধান পায়। এ সময় মাটির ভেতর থেকে মানুষের মাথার খুলিসহ শরীরের বেশ কিছু হাড় বেরিয়ে আসে। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে।
তবে অনেকদিন আগে কাউকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur