কচুয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কড়ইয়া এলাকায় কচুয়া থানার এএসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কোয়া গ্রামের আব্দুল আলী মিয়ার ছেলে শরীফ খান ও ছাদেক হোসেনের ছেলে রবিউল হোসেন। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
কচুয়া থানার এএসআই সফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলার জিআর ওয়ারেন্ট রয়েছে। বুধবার তাদের আটক করতে গেলে ৭০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,১৬ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur