Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মোবাইল কোর্টে অর্থদণ্ড
মোবাইল কোর্টে

শাহরাস্তিতে মোবাইল কোর্টে অর্থদণ্ড

শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ক‌রোনা ভাইরা‌সের সংক্রমণ রোধক‌ল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শিরীন আক্তার এর তত্ত্বাবধা‌নে শাহরা‌স্তি উপজেলার বিভিন্ন হাট-বাজার, শ‌পিংমল, প্রধান সড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকা ম‌নিট‌রিং ক‌রেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি‌ ) ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌‌্যাজি‌স্ট্রেট উ‌ম্মে হাবীবা মীরা।

অপ্রয়োজনে ঘর হতে বের হওয়ায়, মাস্ক পরিধান না করায় এবং সরকারি আদেশ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১৫ এপ্রিল ২০২১