চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মনোয়ারা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত মনোয়ারা বেগম চাঁদপুরের বাবুরহাটস্থ তরপুরচন্ডী গ্রামের আব্দুল মালেক মিয়ার কন্যা।
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল জানা যায়, নিহত মনোয়ারা বেগম ১১ এপ্রিল রোববার বিকেলে শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে চিকিৎসারত অবস্থায় বিকেল পোনে ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন।
পরে তার পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যান।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,১১ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur