দীর্ঘ ১৩ দিন করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে ৯ এপ্রিল শুক্রবার স্ত্রীসহ করোনা মুক্ত হলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
তিনি বলেন গত ২৯ মার্চ থেকে তারা করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে আসছেন। পরবর্তী সময়ে ২ বার ফলাফল নেগেটিভ আসে। তবে এখনও তিনি বাসায় আইসোলশনে রয়েছেন।
এসময় তিনি দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন করোনা ভাইরাসের যে কি তা আমি টের পেয়েছি। নিজের মনোবল ও সকলের দোয়ায় আমি এ যাত্রায় বেঁচে যাই। করোনা ভাইরাস সংক্রমণ হলে অনেক সময় সঠিক চিকিৎসা সেবা পাওয়া যায় না। এ কারণে অনেক সময় অসুস্থ ব্যাক্তি মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে।
এসময় তিনি বলেন, ফরিদগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ হার বেড়ে চলেছে। তাই দায়িত্ব পালন করতে গিয়ে আমি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছি।
এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদক:শিমুল হাছান,৯ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur