চাঁদপুরের ফরিদগঞ্জে ফসলী জমি থেকে অবৈধ ভাবে ড্রেজিং করে বালি উত্তোলনের অভিযোগে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দিয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার ‘ফরিদগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ ড্রেজিং’ এ শিরোনামে চাঁদপুর টাইমসে সংবাদটি প্রকাশিত হয়।
৯ এপ্রিল শুক্রবার দুপুরে পৌর এলাকার মিরপুর গ্রামে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার লোকজন নিয়ে জমর মধ্যেই মেশিনটি ধ্বংস করে ডুবিয়ে দেন।
জানা গেছে, সপ্তাহ পুর্বে একই স্থানে ড্রেজিং করার অভিযোগে নিবার্হী ম্যাজিষ্ট্রেট পাইপ ভেঙ্গে দিয়ে আসলেও প্রভাবশালীরা পুনরায় ড্রেজিং শুরু করে। ফলে বাধ্য হয়ে দ্বিতীয়বার এই অভিযান পরিচালনা করেন। তবে গতবারের মতো এবারো ড্রেজিং মেশিনের কাছে কাউকে খুঁজে পাননি অভিযান পরিচালনাকারীরা।
প্রতিবেদক:শিমুল হাছন,৯ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur