দেশে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হল বৃহস্পতিবার। গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়েছিল।এ পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন। তারা এখন নেবেন দ্বিতীয় বা শেষ ডোজ।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরুর প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। দেশে মহামারীর আরও বিস্তারের মধ্যে বৃহস্পতিবার ৮ এপ্রিল একই সঙ্গে ১৪ হাজার ৮০৪ জনকে প্রথম ডোজ দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার পর্যন্ত তথ্য অনুযায়ী,এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ নিয়েছেন।
এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।
বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে। এ টিকার দু’ডোজ নিতে হয়। প্রথম টিকা নেয়ার আট সপ্তাহ পর দেয়া হচ্ছে পরের ডোজ।
দেশজুড়ে জাতীয়ভাবে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরুর দিনে আবারও রেকর্ড মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে কোভিড-১৯ আক্রান্ত ৭৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে মোট মৃত্যু ৯ হাজার ৫২১ জনে দাঁড়াল।
চাঁদপুর প্রেক্ষাপট
চাঁদপুরে ৮ এপ্রিল সকাল ৮ টা থেকে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত গত ২৪ ঘন্টায় টিকা রেজিস্ট্রেশন ছিল ৭৩,৬৯০ জন। প্রথম টিকা গ্রহণের দিন থেকে ৬০ দিনের মাথায় দ্বিতীয় টিকার ডোজ গ্রহণ করতে পারবে । স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মতে গতকাল চাঁদপুর জেলা সদর সহ সব উপজেলার বুথে প্রথম দিনে দ্বিতীয় ডোজ নিলেন ৬৩৩ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ থেকে ৮ এপ্রিল এ তথ্য জানা গেছে ।
চাঁদপুরের সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লাহ গতকাল ৮ এপ্রিল দুপুরে জানান,প্রথম ডোজ যারা গ্রহণ করেছেন-তারাই দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবে। পাশাপাশি রেজিস্ট্রেশনকৃত প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকরে। যারা রেজিস্ট্রেশন করে এখনও টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।
তিনি আরও জানান,আমাদের হাতে প্রায় ১৫ হাজার ডোজ রয়েছে । আরো ৩৪ হাজার ডোজ ৯ এপ্রিল এসে পৌছবে।
দ্বিতীয় ডোজ সকাল ৮ টায় প্রথমেই জেলা আলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ সত্রীক,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী ও সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লা টিকা নেন।
বেলা ২ টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ । এরপর টিকা গ্রহণ করেন চাঁদপুরেরর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অমিত চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্বল হোসাইন, ইমরান মাহমুদ ডালিম, মঞ্জুর মোর্শেদ, আবিদা সিফাত।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ করোনাটিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সবাইকে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্লাহ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা.সাজেদা পলিন,সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা.ইসা রুহুল্লা। এদিকে চাঁদপুরের সকল বুথে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছে ৫৭,০৭৭ জন। তথ্য মতে, ১৬,৬১৩ টিকা নেয় নি । কেবল শুধুমাত্র আজ ৮ এপ্রিল ৩টা পর্যন্ত মাত্র ২১০ জন টিকা গ্রহণ করেন । আজ ৯ এপ্রিল শুক্রবার কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিন বলে বন্ধ রয়েছে । আগামিকাল ১০ এপ্রিল নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সিভিল সার্জন কার্য়লয় জানান ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur