ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। গত শনিবার লিলে’র বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে এই শাস্তি পেলেন তিনি।
বুধবার খবরটি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ প্রফেশনাল লিগের (এলএফপি) ডিসিপ্লিনারি কমিশন।
ম্যাচের শেষদিকে লিলের ডিফেন্ডার থিয়াগো দিয়ালোকে ধাক্কা দিয়ে বসেন নেইমার। যার কারণে ৯০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান সুপারস্টারকে। একই সঙ্গে লাল কার্ড দেখেন দিয়ালোও। ধাক্কা খেয়ে নেইমারকে গালগালি করেন তিনি। অবশ্য ম্যাচটিতে জয় পায় তার দল লিলে।
নিয়ম অনুযায়ী, দুই লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে এলএফপি তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে বসে নেইমারকে। অবশ্য পরে এক ম্যাচ কমানো হয়। একই কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিয়ালোও। তাকেও তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার পর এক ম্যাচ কমানো হয়।
ঢাকা চীফ ব্যুরো, ০৮ এপ্রিল,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur