Home / সারাদেশ / আজ থেকে শুরু হচ্ছে নৌ-নিরাপত্তা সপ্তাহ
naval-day

আজ থেকে শুরু হচ্ছে নৌ-নিরাপত্তা সপ্তাহ

‘মুজিববর্ষের শপথ, নিরাপদ রবে নৌপথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭-১৩ এপ্রিল দেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১ পালিত হচ্ছে । অভ্যন্তরীণ নৌ-চলাচল নিরাপদ, নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন করাসহ যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ-পরিবহন অধিদপ্তর প্রতিবছর নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করছে।

আজ ৭ এপ্রিল সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করেন । স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নৌ সেক্টরের মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং অন্য অতিথিরা ভার্চুয়ালি অংশ নিবেন। নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২১ উপলক্ষ্য মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন। ।

বার্তা কক্ষ , ৭ এপ্রিল ২০২১