Home / চাঁদপুর / চাঁদপুরে ৮শ’কেজি জাটকাসহ পাচারকারি আটক
জাটকাসহ

চাঁদপুরে ৮শ’কেজি জাটকাসহ পাচারকারি আটক

চাঁদপুরে একটি পিকআপ ভ্যান ভর্তি ৮শ’কেজি জাটকাসহ ১ জন পাচারকারিকে আটক করেছে পুলিশ।

৫ এপ্রিল সোমবার রাতে শহরের কয়লাঘাটে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো ন ১১- ৯০৩২) নাম্বারের পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় নতুন বাজার পুলিশ ফাঁড়িতে জব্দকৃত মাছগুলো সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

আটককৃত জাটকা পাচারকারী আবুল কাশেম (৫৫) শহরের যমুনা রোডের সামছুল হক পাঠানের ছেলে। সে চরাঞ্চল সহ বিভিন্ন স্থান থেকে জাটকা সংগ্রহ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে দেশের নানা প্রান্তে বিক্রয় করেন।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জেলেরা জাটকা নিধন করছে। সেই জাটকাগুলো রাতের আধারে পিকআপ ভ্যানে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮ শ’ কেজি জাটকা মাছসহ একজন পাচারকারি করা হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৬ এপ্রিল ২০২১