হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে চাঁদপুর পুরাণবাজারের ব্যাবসায়ীদের পণ্যবাহী ৫টি ট্রলার নদীতে ডুবে গেছে।
৪ মার্চ রোববার রাতে পুরাণবাজারে ভূঁইয়ার ঘাটের ডাকাতিয়া নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটো। এতে বাজারের ব্যাবসায়ীদের বিভিন্ন প্রকার মালামাল নদীতে তলিয়ে যায় এবং ব্যবসায়ীদের বিশাল অংকের টাকার ক্ষতি হয়েছে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সংশ্লিষ্টদের কোনো উদ্ধার সহায়তা চালাতে দেখা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রোববার রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হয়। এসময় ভূঁইয়ার ঘাটে নোঙর করে থাকা মালবাহী ৫টি ট্রলার সম্পূর্ণ ডুবে যায়। এর মধ্যর ২টি চালের ট্রলার, ২টি ময়দা ও চিনির ট্রলার এবং ১টি আলুর ট্রলার ছিলো। চাল ব্যবসায়ীদের মধ্যে নেপাল সাহা, গোপাল সাহা, বসু পোদ্দার, চাঁনতারা, পরেশ মালাকার, উৎপল, ময়দা ব্যবসায়ীদের মধ্যে রফিক স্টোর এবং অালু ব্যাবসায়ীদের মধ্যে মনির ঢালীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুরাণবাজারের ব্যবসায়ী দুলাল মৃধা চাঁদপুর টাইমসকে জানান,ট্রলারে আমাদের ১শ’বস্তা আলু ছিলো। কিছু আলু ঘরে তুলতে পেরেছি। আর বাকি যা ছিলো সব ট্রলারের সাথে নদীতে ডুবে গেছে।
পুরাণবাজার লেবার সমিতির নেতা বাবুল দেওয়ান জানান, ঝড়ে আমাদের অফিসের টিনগুলো সব উড়িয়ে নিয়ে গেছে।
ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ঐতিহ্যবাহী পুরাণবাজারের এই ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ মালামাল উঠানোর জন্য কোন প্রকার ব্যবস্থা নেই এবং ট্রলার ভিড়িয়ে মালামাল উঠানোর জন্য কোন জেটি কিংবা পল্টুন নেই। এখানকার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে মালামাল উপরে উঠায়।
বিভিন্ন সময়ে অনেক জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টজন প্রতিশ্রুতি দিয়েও এ বিষয়ে কেউ কোনো ব্যবস্থা গ্রহন করেনি। সামনে বর্ষাকাল আরো বড় ধরনের বিপদ আসতে পারে।
তাই আসন্ন বিপদ থেকে পুরাণবাজার ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহন করতে বিনীতভাবে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যেতে পারে ঐতিহ্যবাহী এই পুরাণবাজারের ব্যবসায়ীক অঞ্চলটি।
প্রতিবেদকঃআশিক বিন রহিম,৫ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur