চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ এপ্রিল শনিবার দুপর দেড়টার দিকে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বকাউল বাড়ীর পাশের ডোবা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
গত ৩০ মার্চ বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুর সাথে খেলার সময় নিখোঁজ হন যারা আক্তার নামে তিন বছরের শিশুটি। তার বাবা বিল্লাল হোসেন ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কর্মরত। তারা স্ব-পরিবারে বাড়িতে আসলে বিকেলে খেলার সময় নিখোঁজ হন শিশু যারা।
এ ঘটনায় ওই দিন রাতে হাজীগঞ্জে থানায় নিখোঁজ ডায়েরি করেন শিশুর বাবা মাসুদ আলম।
জিডির সূত্র ধরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ কয়েকবার ওই এলাকা’সহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও শিশুটি সন্ধান পাওয়া যায়নি।
পাঁচ দিন পর শনিবার দুপরে এলাকাবাসি বাড়ীর পাশের ডোবায় কচুরিপানার ভেতরে শিশুর লাশুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নিখোঁজ শিশুর বাবা হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। সেখানে উল্লেখ করেছেন,শিশুটি খেলতে গিয়ে হারিয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে আমরা তদন্ত কাজ শুরু করেছি।
শনিবার দুপুরে খবর পেয়েছি শিশুটির লাশ বাড়ীর পাশের ডোবায় ভেসে উঠেছে। পরে মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,৩ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur