চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ মহিলা যাত্রী নিহতের ঘটনায় দায়ী চালক মোঃ দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
২ এপ্রিল শুক্রবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। সে কুমিল্লার মুরাদপুরের মৃতঃ এরশাদ মিয়া প্রকাশ মসু মিয়ার পুত্র।
এর আগে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে কুমিল্লার মুরাদপুর এলাকা হতে আটক করেছে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিছুর রহমান। শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় কুমিল্লা থেকে চাঁদপুর অভিমুখী বোগদাদ সার্ভিসের একটি দ্রুতগামী বেপরোয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় খাদে পড়ে ঘটনাস্থলেই ২ মহিলা যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ হতে এ ঘটনায় চালকের দ্রুত ও বেপরোয়া গতিকে দায়ী করে ওইদিন শাহরাস্তি থানায় একটি মামলা (নং-৩) দায়ের করা হয়। যার প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় বেপরোয়া ও দ্রুতগামী বোগদাদ সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ মহিলা যাত্রী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পেছনের আরেকটি যাত্রীবাহী বাস হতে মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ হয়। যাতে দেখা যায় দূর্ঘটনা কবলিত বাসটি খুব বেপরোয়া গতিতে চালানোর কয়েক মিনিটের মধ্যে মৌতাবাড়ি ব্রিজ অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছ উপড়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে। মুহূর্তেই ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে নেটিজেনরা অভিযুক্ত চালকের শাস্তির দাবী তোলে।
এ ঘটনায় উপজেলার নাওড়া গ্রামের মৃতঃ ডাঃ রনজিত চন্দ্র দাসের স্ত্রী বিভা রানী দাস (৬৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্র ভৌমিকের স্ত্রী গীতা রানী ভৌমিক (৬২) নিহত হন। তারা উভয়ে বেয়াইন সম্পর্কীয়।
মা ও শাশুড়ীর মৃত্যুতে শাহরাস্তি পৌরসভার নাওড়া গ্রামের বিমলাংশু দাস প্রকাশ সুজন দাস বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, ২ মহিলাযাত্রী নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে আটক করেছে।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৩ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur