Home / চাঁদপুর / চাঁদপুরে আধা কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মাদক কারবারি

চাঁদপুরে আধা কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে আধা কে‌জি গাঁজাসহ কালা সো‌হেল (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি কে আটক ক‌রে‌ছে সদর ম‌ডেল থানা পু‌লিশ।

১ এ‌প্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁদপুর ম‌ডেল থানার এসআই শাহ‌রিন হো‌সেন ও সংঙ্গীয় সদস্যরা গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে পৌরসভার ১৩নং ওয়া‌র্ডের বা‌হের খ‌লিসাডুলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক ক‌রে।

এসআই শাহ‌রিন হো‌সেন জানান, রাত ৮টায় বা‌হের খ‌লিশা‌ডু‌লি এলাকা থে‌কে কালা সো‌হেল‌কে নিজ বসতঘর থেকে আটক করা হয়। সে একজন চি‌হ্নিত মাদক কারবা‌রি। তার বিরু‌দ্ধে ‌বেশ ক‌য়েক‌টি মাদক মামলা র‌য়ে‌ছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটক সোহেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১ এপ্রিল ২০২১