কচুয়ায় মাস্ক না পড়ায় পথচারী, চালকসহ বিভিন্ন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ মার্চ বুধবার দুপুরে কচুয়া পৌরসভাধীন বাজারের বিভিন্ন দোকানে ও পথচারী মানুষের মাস্ক না থাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ৭ জন পথচারীকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেন।
জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন: সফিউল্যাহ, রায়হান, সফিক, হাসান, আকাইদ হোসেন,কাউয়ুম ও সজিব। এছাড়া মোটর সাইকেল লাইসেন্স না থাকায় আনোয়ার হোসেন নামের এক যুবককে নগদ ৫ শত টাকা জরিমান করা হয়।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ স্বাস্থ্য বিধি না মানলে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur